Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

১। জরুরী বিভাগ সেবা (Emergency) :  প্রতিদিন ২৪ ঘন্টা (২৪x৭) জরুরী বিভাগ খোলা রয়েছে।

           > আহত রোগী ও অন্যান্য জরুরী রোগ সমূহের চিকিৎসা প্রদান করা হয়।

           > অক্সিজেন এবং নেবুলাইজেশনের ব্যবস্থা রয়েছে।

           > ইসিজি পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

           > সার্বক্ষনিক বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে।

২। বহিঃ বিভাগ সেবা (Outdoor): সাধারণ রোগ সমূহ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।

            > বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করা হয়।

৩। অন্তঃ বিভাগ সেবা (Indoor) : ভর্তিকৃত রোগীদের সেবা দেয়া হয়। 

            > ২৪ ঘন্টা কার্যক্রম চলমান রয়েছে।

            > পুরুষ এবং মহিলা ও শিশু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে।

            > প্রাপ্যতা অনুযায়ী প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ করা হয়।

            > ভর্তি রোগীদের বিনামূল্যে পথ্যাদি সরবরাহ করা হয়।

            > অক্সিজেন এবং নেবুলাইজেশনের ব্যবস্থা রয়েছে।

            > সুসজ্জিত লেবার রুম যেখানে একসাথে ২ জন গর্ভবতী মায়ের ডেলিভারি সুবিধা রয়েছে।

            > ব্রেস্ট ফিডিং কর্ণারের সুব্যবস্থা রয়েছে।

            > সুপেয় পানির ব্যবস্থা রয়েছে।

            > সার্বক্ষনিক বিদ্যুতের সুব্যবস্থা রয়েছে।

৪। বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ঔষুধ সরবরাহ করা হয়।

৫। প্রসূতী ওয়ার্ডঃ গর্ভবতী , প্রসূতী , ডেলিভারি এবং প্রসবোত্তর সেবা প্রদান করা হয়।

৬। ইপিআই(EPI): টিকাদান, টিকাকার্ড প্রদান সহ অন্যান্য সেবা।

৭। ডটস(DOTS) কর্ণারঃ যক্ষা, কুষ্ঠ আক্রান্ত রোগীর পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেয়া হয়। আক্রান্ত রোগীদের বিনামূল্যে দীর্ঘমেয়াদি ঔষধ সরাবরাহ করা হয়।

৮। এনসিডি(NCD) কর্ণারঃ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস সহ অন্যান্য অসংক্রামক রোগের পরীক্ষা ও বিনামূল্যে দীর্ঘমেয়াদি ঔষুধ সরবরাহ করা হয়।

৯। এএনসি/পিএনসি (ANC/PNC) কর্ণারঃ গর্ভকালীন ও মাতৃকালীন সেবা দেয়া হয়। বিনামূল্যে আয়রন, ফলিক এসিড, ক্যালসিয়াম ইত্যাদি ঔষুধ সরবরাহ করা হয়।

১০। প্যাথলজি ল্যাবঃ রক্ত, প্রস্রাব সহ অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার সুব্যবস্থা রয়েছে।

১১। আলট্রাসনোগ্রাম (Ultrasonogram): ডিজিটাল মেশিনের মাধ্যমে আলট্রাসনোগ্রাম করার সুব্যবস্থা রয়েছে।

১২। ইসিজি (ECG): হৃদরোগ নির্ণয়ের জন্য ইসিজি পরীক্ষার ব্যবস্থা রয়েছে।

১৩। ফার্মেসিঃ বিনামূল্যে প্রয়োজনীয় সরকারি ঔষুধ সরবরাহ করা হয়।

১৪। কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রঃ কিশোর কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক শিক্ষা ও কাউন্সেলিং করা হয়।

১৫। আইএমসিআই (IMCI) কর্ণারঃ ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের মারাত্মক রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়।

১৬। ডে কেয়ার সেন্টারঃ (Day Care Centre): ০ থেকে ৫ বছর বয়সী শিশুদের ভর্তি না হয়েও অক্সিজেন, নেবুলাইজেশন এবং প্রয়োজনীয় ইঞ্জেকশন দেয়া সহ অন্যান্য চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।

১৭। কেএমসি (KMC) কর্ণারঃ স্বল্প ওজন বিশিষ্ট নবজাতকের বিশেষ চিকিৎসা ও পরিচর্যায় রয়েছে কেএমসি কর্ণার।

১৮। ভায়া (VIA) ও সিবিই (CBE) কর্ণারঃ মহিলা সেবিকা দ্বারা বিনামূল্যে জরায়ু এবং স্তন ক্যান্সারের প্রাথমিক পরীক্ষা ও লক্ষণ সনাক্তকরন করা হয়।

১৯। জিন এক্সপার্ট (GeneXpert): অত্যাধুনিক জিন এক্সপার্ট মেশিন দ্বারা নির্ভুলভাবে যক্ষারোগ নির্ণয়ের সুব্যবস্থা রয়েছে।

২০। স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমঃ স্বাস্থ্য কমপ্লেক্সে আগত রোগীদের নিয়মিতভাবে স্বাস্থ্য শিক্ষা দেয়া হয়।

২১। রোগী কল্যাণ সমিতিঃ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নিকলী এবং উপজেলা সমাজসেবা অফিস, নিকলীর যৌথ উদ্যোগে দরিদ্র রোগীদের প্রয়োজনীয় ঔষুধের ব্যবস্থা করা হয়। প্রাপ্যতার ভিত্তিতে প্রতিবন্ধী রোগীদের বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়। 

২২। ইউনানী/অলটারনেটিভ মেডিসিনঃ ইউনানী/অলটারনেটিভ মেডিসিন চিকিৎসা ও ঔষুধের সুবিধা রয়েছে। এর পাশাপাশি অত্র স্বাস্থ্য কমপ্লেক্সে সমৃদ্ধ ভেষজ বাগান রয়েছে।

২৩। দুর্যোগকালীন যেকোন পরিস্থিতি মোকাবেলায় এবং অন্যান্য বিশেষ প্রয়োজনে মেডিকেল টিম গঠন এবং জরুরী চিকিৎসা সেবা প্রদান করা হয়।

২৪। জাতীয় দিবস উদযাপনঃ যথাযথ মর্যাদায় সকল জাতীয় দিবস পালন করা হয়। বহিঃবিভাগে বিশেষ সেবা এবং অন্তঃবিভাগে বিশেষ খাবার পরিবেশন করা হয়।

২৫। সরকারী অ্যাম্বুলেন্সঃ জরুরী রোগী পরিবহনের জন্য সরকার নির্ধারিত মূল্যে অ্যাম্বুলেন্স সার্ভিসের সুব্যবস্থা রয়েছে।

২৬। রেফারাল ব্যবস্থাঃ কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র হতে রেফারকৃত রোগীদের বিশেষ চিকিৎসা প্রদান করা হয়। 

>>> প্রয়োজনে জরুরী ও জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতাল/ মেডিকেল কলেজ হাসপাতাল/ অন্যান্য বিশেষায়িত হাসপাতালে রেফার করা হয়।